আশুলিয়ায় শ্রমিক কলোনিতে আগুন, পুড়ল ৩০ ঘর

ছবি: সমকাল
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৫ | ১৬:৩১
সাভারের আশুলিয়ায় একটি শ্রমিক কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে।
রোববার রাতে আশুলিয়ার বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনিতে এ অগ্নিকাণ্ড ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানা গেছে, রোববার রাত সাড়ে ৯টার দিকে বাড়ইপাড়া এলাকায় মো. রবিনের মালিকানাধীন শ্রমিক কলোনির একটি টিনশেড কক্ষ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশেপাশের অন্যান্য টিনশেড ঘরে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসকে খবর দেয় স্থানীয়রা।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সোমেন বড়ুয়া জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুনে ওই শ্রমিক কলোনির অন্তত ৩০টি ঘর এবং ভেতরে থাকা অন্যান্য মালামাল পুড়ে গেছে। এঘটনায় পাশে থাকা আরও দুটি দোকান পুড়ে যায়।
অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘরের গ্যাসের চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে। আগুনে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
- বিষয় :
- অগ্নিকাণ্ড