ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চট্টগ্রামেও বিতর্কিত আইনে প্রতিরোধমূলক আটকাদেশ

চট্টগ্রামেও বিতর্কিত আইনে প্রতিরোধমূলক আটকাদেশ

ফাইল ছবি

 চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ০১:০৫ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ | ০৭:২১

এক মাস আগে বিশেষ ক্ষমতা আইনের বিতর্কিত ধারার শিকার হয়েছেন চট্টগ্রামের এক ব্যক্তি। রাষ্ট্রদ্রোহের অভিযোগে গত ১১ মার্চ ৩০ দিনের প্রতিরোধমূলক আটকাদেশ (প্রিভেন্টিভ ডিটেনশন) দিয়ে কারাগারে পাঠানো হয় দস্তগীর আহমদ সুমনকে (৪৭)। এক সপ্তাহ আগে দ্বিতীয় দফায় তাঁর আটকাদেশ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।

সুমন চট্টগ্রামের বাকলিয়া থানার মিয়াখান নগর বাদামতল মোড় এলাকার মৃত এম শাহ আলমের ছেলে। বসবাস করেন নগরের হালিশহর সবুজবাগে। সুমনকে ‘জয় বাংলা জুম ব্রিগেড’-এর সক্রিয় সদস্য দাবি করেছে পুলিশ।

জানতে চাইলে হালিশহর থানার ওসি মোহাম্মদ মনিরুজ্জামান সমকালকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহ কাজে জড়িত থাকার অভিযোগে এক মাস আগে প্রতিরোধমূলক আটকাদেশ দেওয়া হয় দস্তগীর আহমদ সুমনের বিরুদ্ধে। এক সপ্তাহ আগে তার আটকাদেশ আরও ৬০ দিন বাড়ানো হয়েছে।’

বাসা থেকে আটকের পর গত বৃহস্পতিবার রাতে মডেল মেঘনা আলমকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করে পুলিশ। বিচারক প্রতিরোধমূলক আটকাদেশ দিয়ে ৩০ দিনের জন্য তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এ আটকাদেশের সমালোচনা করে আইন বিশেষজ্ঞরা বলেছেন, দেশে ২১ বছর পর ডিটেনশন আইন প্রয়োগ করা হলো। 

গত ১১ মার্চ সুমনের আটকাদেশের কারণ অবহিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জিয়াউল হক মীর স্বাক্ষরিত আদেশে বলা হয়, দস্তগীর আহমদ সুমন একজন সন্ত্রাস সৃষ্টিকারী, সন্ত্রাসের মদদদাতা এবং বাংলাদেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে বিভিন্ন পেশাজীবীর মাঝে শ্রেণি ও সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর রাষ্ট্রদ্রোহ কাজে জড়িত।

এতে আরও বলা হয়, সুমনের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ ও ঘৃণা রয়েছে। তিনি জয় বাংলা জুম বিগ্রেডের সক্রিয় সদস্য। জিজ্ঞাসাবাদে জানা যায়, ‘জয় বাংলা জুম ব্রিগেডের অজ্ঞাতপরিচয় অন্য আসামির যোগসাজশে বাংলাদেশের বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্র করে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর যথেষ্ট তথ্য-প্রমাণ সুমনের বিরুদ্ধে রয়েছে। যে কোনো মুহূর্তে তিনি ও তার দলবল জননিরাপত্তা বিপন্নের মতো অশুভ কর্মকাণ্ড চালিয়ে শান্তিভঙ্গ করতে পারে।

জয় বাংলা জুম ব্রিগেড পালিয়ে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীর মাধ্যমে পরিচালিত সামাজিক যোগাযোগমাধ্যমের একটি প্ল্যাটফর্ম। এতে গত বছর ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পালিয়ে ভারতে অবস্থান করা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিভিন্ন সময় অংশ নিয়ে নেতাকর্মীর উদ্দেশে বক্তব্য দিয়েছেন।

আরও পড়ুন

×