বাউফল
‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করায় শেখ হাসিনাকে দেশ ছাড়তে হয়েছে’

জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ
বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ১৬:০১ | আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ | ২১:৪৫
জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, ‘জামায়াত-শিবিরকে নিয়ে ষড়যন্ত্র করে শেখ হাসিনা পাঁচদিনে দেশ ছাড়া হয়েছে। ৫ দিনের মাথায় শুধু পদত্যাগ নয়, দেশ ত্যাগ করতে হয়েছে শেখ হাসিনাকে। ভবিষ্যতে বাউফলের মাটিতে ছাত্রশিবির ও জামায়াতকে নিয়ে ষড়যন্ত্র করলে ৫ দিনও লাগবে না, ৫ মিনিটেই আল্লাহর ফয়সালায় তাদেরকে হয়তো তার চেয়ে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে।’
আজ বুধবার বিকেলে পটুয়াখালী বাউফলে জৌতা গ্রামের অলিপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় জুলাই আন্দোলনে গুলিতে নিহত হৃদয়ের পরিবারকে দুই লাখ টাকা দেওয়া হয়। বাউফল উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইছাহাক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
এই সময় আরও উপস্থিত ছিলেন- শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. রেদোয়ান উল্লাহ, বাউফল সদর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আবদুস সুবাহান।
- বিষয় :
- পটুয়াখালী
- জামায়াতে ইসলামী
- ছাত্রশিবির