ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আটক ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

আটক ৫৫ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ২০:৩৯

কক্সবাজারের টেকনাফের নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময় মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক ৫৫ জেলে দেশে ফিরেছেন। বুধবার দুপুরে টেকনাফ-মিয়ানমার ট্রানজিট জেটি ঘাট দিয়ে এসব জেলেকে ফেরত আনা হয়। তাদের ১৩ জন বাংলাদেশি এবং ৪২ জন রোহিঙ্গা। 

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, নাফ নদ ও বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ওই জেলেদের বিভিন্ন সময় নৌকাসহ আটক করেছিল আরাকান আর্মি। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় তাদের ফেরত আনা হয়েছে। 

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাছ ধরার সময় মিয়ানমার সীমান্তে অনুপ্রবেশের অভিযোগ তুলে ওই জেলেদের আটক করেছিল আরাকান আর্মি। তাদের ফেরত আনতে আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ করে বিজিবি। আজ (বুধবার) তাদের ফেরত আনা সম্ভব হয়েছ। আইনি কার্যক্রম শেষে তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন

×