বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক নিহত

ফাইল ছবি
হাতীবান্ধা (লালমনিরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫ | ২০:৪০
লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমানায় ঢুকে এক কৃষককে গুলি এবং নির্যাতন করে হত্যা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার দুপুরে উপজেলার সিংগীমারী সীমান্তের ৮৯৪ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। নিহত হাসিনুর ইসলাম (২৬) সিংগীমারী ইউনিয়নের জাহিদুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শী রবিউল ইসলাম জানান, দুপুরে কয়েকজন কৃষক বাংলাদেশের সীমানায় ঘাস কাটছিলেন। হঠাৎ শীতলকুচি থানার নগর সিংগীমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের উদ্দেশ্য করে গুলি চালান। এতে হাসিনুর গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশ সীমান্তে ঢুকে বেয়নেট দিয়ে খুঁচিয়ে নির্যাতন করে মরদেহ নিয়ে যান।
স্থানীয় আনোয়ার হোসেন জানান, ইটভাটার শ্রমিক হাসিনুর কয়েকদিন আগে বাড়িতে আসেন। আজ সীমান্ত এলাকায় নিজ জমিতে ঘাস কাটতে গেলে বিএসএফ তাকে উদ্দেশ্য করে গুলি করে। পরে বিএসএফ সদস্যরা অনুপ্রবেশ করে নির্যাতনের পাশাপাশি লাশ নিয়ে যান।
এদিকে বিষয়টি নিয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।
অবশ্য বিজিবি কোনো ধরনের বক্তব্য দিতে রাজি হয়নি।
হাতীবান্ধা থানার ওসি মাহমুদুরনবী বলেন, ‘বিএসএফের গুলিতে একজন আহত হয়েছেন শুনেছি। বিএসএফ তাকে সে দেশে নিয়ে গেছে। বিজিবি মাধ্যমে এ তথ্য জেনেছি। বৃহস্পতিবার বিকেল ৪টায় বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের কথা রয়েছে।’
- বিষয় :
- লালমনিরহাট
- বিএসএফের গুলিতে নিহত
- কৃষক