যাদুকাটা নদীতে নৌকা প্রবেশে নিষেধাজ্ঞা

তাহিরপুরের যাদুকাটা নদীর প্রবেশস্থল রক্তি নদীর আনোয়ারপুর সেতুর পূর্ব অংশে দেওয়া হচ্ছে বাঁশের ব্যারিকেড। ছবি: সমকাল
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০২:২২
সুনামগঞ্জের সব বালুমহালের ইজারা বাতিলের ঘোষণার পর অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহন ঠেকাতে যাদুকাটা নদীতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে রক্তি নদীর একাংশে ব্যারিকেড দিয়ে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বিজ্ঞপ্তি অনুসারে ১৪৩২ বাংলা নতুন সনের জন্য নতুন করে ইজারা দেওয়ায় যাদুকাটা নদীতে সব ধরনের বালুমহালের ইজারা বাতিল হয়। কেউ যেন অবৈধভাবে বালু পরিবহন করতে না পারে সেজন্য যাদুকাটা নদীতে নৌকা প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে উপজেলা প্রশাসন। এ লক্ষ্যে বুধবার দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাসেমের উপস্থিতিতে যাদুকাটা নদীর প্রবেশস্থল রক্তি নদীর আনোয়ারপুর সেতুর পূর্ব অংশে বাঁশের ব্যারিকেড দিয়ে আড়াআড়িভাবে আটকে দেওয়া হয়। সেখানে লাল নিশান টানিয়ে দেওয়া হয়েছে।
এ সময় তাহিরপুর থানার ওসি মো. দেলোয়ার হোসেনসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হাসেম বলেন, ১৪৩২ বাংলা সনে যাদুকাটা নদী ইজারা না হওয়ার কারণে এখানকার সব বালুমহাল অবৈধ। বিধি ভঙ্গ করে কেউ যেন নদী থেকে বালু উত্তোলন ও পরিবহন করতে না পারে সেজন্যে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে পুলিশসহ প্রশাসনের সংশ্লিষ্টদের কড়া নজরদারি অব্যাহত রাখা হবে।
- বিষয় :
- সুনামগঞ্জ