যাত্রীবাহী লেগুনা ড্রেনে, দুই পোশাক শ্রমিক নিহত

প্রতীকী ছবি
নিজস্ব প্রতিবেদক, সাভার
প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫ | ০৪:৪১
সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের ড্রেনে পড়ে দুই পোশাক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। বুধবার রাতে বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন এনভয় গার্মেন্টের সুপারভাইজার বদরুল আলম গাজী ওরফে হাবিব এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর হৃদয় মিয়া। আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের তথ্যমতে, দুর্ঘটনার পর আহত অবস্থায় চারজনকে হাসপাতালে আনা হলে দু’জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার বিকেলের বৃষ্টিতে সড়কের বিভিন্ন স্থানে পানি জমে গিয়েছিল। এ অবস্থায় রাত ৮টার দিকে ৮-১০ জন যাত্রী নিয়ে একটি লেগুনা বাইপাইলের দিকে যাচ্ছিল। জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি রাস্তার পাশের ড্রেনে পড়ে যায়। এতে কয়েকজন যাত্রী গুরুতর আহত হন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসকরা দু’জনকে মৃত ঘোষণা করেন।
আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন জানান, দুর্ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, খোলা ড্রেন ও রাস্তার ওপর জমে থাকা পানির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
- বিষয় :
- সাভার