ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

গলাকাটা মরদেহ পড়ে ছিল ঝোপে

গলাকাটা মরদেহ পড়ে ছিল ঝোপে

সড়কের পাশে একটি ঝোপ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। ছবি: সমকাল

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ১৭:৫৭

সিরাজগঞ্জের তাড়াশে রাশিদুল ইসলাম (৪০) নামে এক পিকআপচালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার পৌর এলাকার আসানবাড়ী এলাকায় তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের পাশে একটি ঝোপ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত রাশিদুল ইসলাম পৌর সদরের ওয়াপদা বাঁধ এলাকার বাসিন্দা এবং স্থানীয় বাসিন্দা আব্দুল কাদের তুফানের ছেলে। তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত রাশিদুলের মা আকলিমা খাতুনসহ স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার বিকেল থেকে রাশিদুল ইসলামের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরের দিন সকালে বাড়ির অদূরে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ী এলাকার একটি ঝোপে তাঁর গলাকাটা মরদেহ পাওয়া যায়।

তাদের ধারণা, দুর্বৃত্তরা রাশিদুলের গলা কেটে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। স্থানীয় লোকজন বিষয়টি থানায় জানান। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পরে বিস্তারিত জানানো যাবে।


 

আরও পড়ুন

×