ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপিই দেশ সংস্কার করবে: রিজভী

জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপিই দেশ সংস্কার করবে: রিজভী

ছবি: সমকাল

লালপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫ | ২০:০৫ | আপডেট: ১৯ এপ্রিল ২০২৫ | ২০:০৫

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার বলে বিএনপি নাকি তড়িঘড়ি করে ক্ষমতায় যেতে চায়। কেউ কেউ আবার বলতে চায়, এখন সংস্কার না হলে ভবিষ্যতে নাকি আর সংস্কার হবে না। সংস্কার একটি রাজনৈতিক অঙ্গীকার। বিএনপি রাষ্ট্র মেরামতে যে ৩১ দফা দিয়েছে সেগুলোই আসল সংস্কার। জনগণের ভোটে জয়ী হয়ে বিএনপিই এ সংস্কার করবে।

শনিবার দুপুরে নাটোর জেলা পরিষদ মিলনায়তনে জিয়া পরিষদ আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের প্রতি প্রশ্ন রেখে রিজভী বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলেই বিএনপি রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছে। সংস্কারের প্রস্তাব দিয়ে যে দল নির্বাচিত হবে সেই দলই সংসদের মাধ্যমে সংস্কার করবে।

তিনি বলেন, আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়ে ভারত নিজেদের স্বার্থ হাসিল করেছে। গুম, খুনের মধ্য দিয়ে শেখ হাসিনা ভারতের সহায়তায় তার সিংহাসন বাঁচিয়ে রেখেছিল। ফ্যাসিস্ট শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত বাংলাদেশের গণতন্ত্রকামী  মানুষকে কষ্ট দিয়েছে।

বিশেষ অতিথি সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিএনপি নিয়ে যত ষড়যন্ত্রই হোক না কেন, কেউ সুফল পায়নি। জিয়ার আদর্শ নিয়েই বিএনপি এগিয়ে যাচ্ছে।

নাটোর জিয়া পরিষদের সভাপতি আহমুদুল হক চৌধুরী স্বপনের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন জিয়া পরিষদের কেন্দ্রীয় নির্বাহী মহাসচিব ড. মো. এমতাজ হোসেন, অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ, ফরিদুল ইসলাম, অধ্যক্ষ মো. আব্দুল্লাহ আল মাহমুদ সালাম বিপ্লব, রহিম নেওয়াজ প্রমুখ।

আরও পড়ুন

×