ঢাকা শনিবার, ২১ জুন ২০২৫

থানায় হাজতিদের জন্য বই কর্নার

থানায় হাজতিদের জন্য বই কর্নার

নান্দাইল থানায় হাজতিদের জন্য বই কর্নার উদ্বোধন করেন ইউএনও সারমিনা সাত্তার সমকাল

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫ | ০১:০০ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৫ | ১১:২৭

নান্দাইল থানায় হাজতিদের বই পড়ে জীবন আলোকিত করার উদ্দেশ্যে ‘বই কর্নার’ চালু করা হয়েছে। মঙ্গলবার নিজ প্রচেষ্টায় কর্নারটি চালু করেন উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার।

ইউএনও সারমিনা সাত্তার জানান, হাজতিরা স্বল্প সময় থানা হাজতে অবস্থান করেন। সেসময় তারা নানা ধরনের দুশ্চিন্তায় ভোগেন। এ সময়টুকুতে বই পড়ে যাতে তারা সুচিন্তা করতে পারেন মূলত সে উদ্দেশ্য নিয়েই বই কর্নারটি চালুর উদ্যোগ নেন তিনি। একমাত্র বই-ই পারে মানুষের জীবনকে আলোকিত করতে। অনেক সময় বইয়ের একটি ভালো বাক্যই কারোর জীবন বদলে দিতে পারে। তখন নান্দাইলের বই পড়া আন্দোলন নামে একটি সংগঠন কর্নারে পাঁচ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের বই দেওয়ার অঙ্গীকার করে।

আরও পড়ুন

×