ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

স্ত্রীকে হত্যা করে পুলিশকে ফোন

স্ত্রীকে হত্যা করে পুলিশকে ফোন

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৪:২২

সাভারে নিজের স্ত্রীকে হত্যা করে পুলিশকে ৯৯৯-এ কল করার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের নতুনপাড়া এলাকার ইকবাল হোসেনের বাড়ির চতুর্থ তলার ভাড়াটে সাজ্জাদ হোসেন মানিকের ঘরে এ হত্যাকাণ্ড ঘটে।

নৃশংস এ ঘটনাটি ঘটায় সাজ্জাদের ছোট ভাই। সে স্ত্রীকে নিয়ে বেড়াতে এসেছিল। তার মোবাইল ফোন বন্ধ পাওয়া গেছে। পরিবারটির সবাই আত্মগোপনে থাকায় নিহতের পরিচয় মেলেনি। সাজ্জাদ নওগাঁ সদর উপজেলার ভীমপুর পানিশাইল গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি গার্মেন্টে চাকরি করেন।

পুলিশ জানায়, কয়েক দিন আগে সাজ্জাদের ভাড়া বাসায় স্ত্রীসহ বেড়াতে আসে তাঁর ছোট ভাই। গতকাল সকালে সাজ্জাদ কারখানায় কাজে গেলে বেড়াতে আসা ভাই তার স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে। পরে ৯৯৯-এ কল দিয়ে পুলিশকে লাশ নিয়ে যেতে বললে পুলিশ সেটি উদ্ধার করে। লাশটি রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

গত চার-পাঁচ দিন আগে সাজ্জাদের বাসায় তাঁর নিজের ছোট ভাই ও স্ত্রী বেড়াতে আসার বিষয়টি নিশ্চিত করেন প্রতিবেশী ভাড়াটে শম্পা আক্তার। তিনিও গার্মেন্টে চাকরি করেন।

সাভার মডেল থানার ট্যানারি পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম জানান, সকালে ৯৯৯-এ নম্বরে কল দিয়ে কেউ একজন জানায়, সে তার স্ত্রীকে খুন করেছে। লাশটি পড়ে থাকার ঠিকানাও ফোনে জানায় খুনি। অনেক খোঁজাখুঁজির পর বাসাটির সন্ধান পেয়ে লাশটি উদ্ধার করা হয়। ঘাতককে ধরার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন

×