ঢাকা সোমবার, ১৬ জুন ২০২৫

রানা প্লাজা ট্র্যাজেডির যুগপূর্তিতে মোমবাতি প্রজ্বালনে স্মরণ নিহতদের

রানা প্লাজা ট্র্যাজেডির যুগপূর্তিতে মোমবাতি প্রজ্বালনে স্মরণ নিহতদের

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির যুগপূর্তি উপলক্ষে শহীদ বেদিতে বুধবার মোমবাতি প্রজ্বালন করা হয়। ছবি: সমকাল

 নিজস্ব প্রতিবেদক, সাভার

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫ | ০৬:১৮

সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির যুগপূর্তি উপলক্ষে মোমবাতি প্রজ্বালন করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় রানা প্লাজার সামনের শহীদ বেদিতে নিহত শ্রমিকদের স্মরণে এ কর্মসূচি পালন করেন হতাহতদের স্বজনসহ বিভিন্ন সংগঠনের কর্মীরা।

পরে নিহতদের স্মরণে নীরবতা পালন ও বিশেষ মোনাজাত করা হয়। এ সময় রানা প্লাজা ট্র্যাজেডিতে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয়।

এর আগে সংগঠনগুলোর পক্ষ থেকে রানা প্লাজার জমি ও সম্পদ বাজেয়াপ্ত করে হতাহত শ্রমিক ও পরিবারকে পুনর্বাসন, আহতদের সুচিকিৎসা, যুবলীগের সাবেক নেতা সোহেল রানাসহ দায়ীদের সর্বোচ্চ শাস্তি, ২৪ এপ্রিলকে জাতীয় শোক দিবস ঘোষণা ও রানা প্লাজার সামনে স্মৃতিস্তম্ভ নির্মাণ, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত, শ্রমিকদের এক জীবনের আয়ের ক্ষতিপূরণ দাবিতে মানববন্ধন কর্মসূচি হয়।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন বলেন, প্রতিবছর দিনটিতে আমরা নিহত শ্রমিকদের স্মরণ করি। বিভিন্ন দাবি তুলে ধরি। কিন্তু দীর্ঘদিনেও আমাদের কোনো দাবি পূরণ করা হয়নি।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে বহুতল ভবন রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৮ শ্রমিক নিহত ও ২ হাজারের বেশি আহত হন।

আরও পড়ুন

×