গ্রন্থাগারের সামনে পোড়ানো হলো ‘স্বৈরাচারপন্থি’ বই

সিরাজগঞ্জের শাহজাদপুরের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে রোববার দুপুরে শতাধিক বই পুড়িয়ে দেন কথিত শিক্ষার্থীরা সমকাল
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫ | ২৩:৫২
সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বই বের করে পুড়িয়ে দিয়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, এসব বই বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট। শিক্ষার্থীরা এসব বইকে ‘স্বৈরাচারপন্থি’ হিসেবে উল্লেখ করেন। এ ঘটনার ওই গ্রন্থাগারের ভেতরে সংবাদকর্মীদের ঢুকতে দেননি দায়িত্বরত ব্যক্তিরা।
সূত্র জানায়, রোববার দুপুরে সাধারণ শিক্ষার্থী পরিচয়ে কয়েকজন ওই গ্রন্থাগারের ভেতরে যান। তারা অভিযোগ করেন, সেখানে বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট বই রয়েছে। ওই শিক্ষার্থীরা শতাধিক বই বের করে গ্রন্থাগারের সামনের সড়কে জড়ো করেন। পরে এতে আগুন ধরিয়ে দেন।
সংবাদ পেয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীরা গ্রন্থাগারের সামনে গেলে ওই শিক্ষার্থীদের চলে যেতে দেখা যায়। তাদের দু’জন নাম প্রকাশ না করার শর্তে বলেন, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ৫ আগস্টের পর বঙ্গবন্ধু ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট কোনো বই ছিল না। রোববার দুপুরে পড়তে এসে কয়েকজন শিক্ষার্থী সেখানে ‘বঙ্গবন্ধু ও আওয়ামী লীগপন্থি’ শত শত বই দেখতে পান। এতে ক্ষুব্ধ হয়ে তারা এসব বই গ্রন্থাগারের সামনে এনে আগুন জ্বালিয়ে দেন।
শিক্ষার্থীরা এসব বইকে ‘স্বৈরাচারপন্থি’ হিসেবে উল্লেখ করে বলেন, এসব বই গ্রন্থাগারে রাখা কোনো স্বাভাবিক ঘটনা নয়। স্বৈরাচারের দোসররা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে পরিকল্পিতভাবেই এ কাজ করেছে। গ্রন্থাগারে এমন যত বই আছে, তা অপসারণে উপাচার্যের কাছে শিক্ষার্থীদের পক্ষ থেকে লিখিত আবেদন করা হবে।
এ বিষয়ে সংবাদ সংগ্রহে গেলে গ্রন্থাগারে দায়িত্বে থাকা পিয়ন আব্দুল মজিদ সংবাদকর্মীদের ভেতরে না ঢোকার জন্য অনুরোধ করেন। তিনিই জানিয়ে দেন, সংশ্লিষ্ট দপ্তরের কেউ বই পোড়ানোর বিষয়ে বক্তব্য দেবেন না।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. সুমন কান্তি বড়ুয়া মোবাইল ফোনে সাংবাদিকদের জানান, গত সরকারের আমলের কিছু বই ছিল, যেগুলো নিয়ে শিক্ষার্থীরা আপত্তি তুলেছেন। আবেগের বশে তাদের কেউ কিছু বই পুড়িয়ে দিয়েছেন।
- বিষয় :
- বই