দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ গেল বাংলাদেশির

দুই মেয়ের সঙ্গে গুলিতে নিহত রবিউল ইসলাম রনি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ০৭ মে ২০২৫ | ২০:৫৪
দক্ষিণ আফ্রিকায় নিরাপত্তী কর্মী ও ডাকাতের গোলাগুলির মাঝে পড়ে রবিউল ইসলাম রনি (৪৯) নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশের ইথুছিয়ান থানা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রবিউল ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের বিষ্ণদিয়া গ্রামের মৃত গোলজার হোসেন মোল্যার ছেলে। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে তিনি সবার ছোট। স্ত্রী ও দুই কন্যা সন্তান নিয়ে তিনি দক্ষিণ আফ্রিকায় থাকতেন।
রবিউলের বড় ভাই আব্দুল করিম মোল্যা বলেন, ‘আমার ছোট ভাই ২২ বছর ধরে প্রবাসে থাকে। আমিও দক্ষিণ আফ্রিকায় প্রবাস জীবন কাটিয়ে বর্তমানে গ্রামে বসবাস করছি। দেশটির ইথুছিয়ান শহরে আমাদের দুটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। সেখানে ৪০ থেকে ৪৫ জন কর্মচারী কাজ করে। রবিউল এসব ব্যবসা প্রতিষ্ঠান দেখাশোনা করে।’
আব্দুল করিম জানান, গত সোমবার দক্ষিণ আফ্রিকার স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে ব্যবসা প্রতিষ্ঠানে কাজ শেষে বাসায় ফিরছিলেন রবিউল। পথে ডাকাত দল একটি ব্যাংকের টাকা বহনকারী গাড়িতে গুলি চালায়। এ সময় গাড়িতে থাকা নিরাপত্তা কর্মীরাও পাল্টা গুলি চালায়। দু’পক্ষের গোলাগুলির মাঝে আটকা পড়েন রবিউল। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি ঘটনাস্থলে প্রাণ হারান।
বুধবার রবিউলের গ্রামের বাড়ি গিয়ে দেখা যায়, আত্মীয়-প্রতিবেশীরা ভিড় করে আছেন। তাঁর স্বজনরা কাঁদছেন। রবিউলের ভাতিজা আল মামুন বলেন, ‘আগামী বৃহস্পতিবার রাতে মরদেহ ঢাকায় পৌঁছাবে। এর পর গ্রামে এনে দাফন করা হবে।’
শৈলকুপা থানার ওসি মাসুম খান জানান, ডাকাতদের গুলিতে প্রবাসে কেউ নিহত হয়েছেন, এমন কোনো খবর পুলিশের কাছে নেই।
- বিষয় :
- দক্ষিণ আফ্রিকা
- গোলাগুলি
- নিহত
- বাংলাদেশি নিহত