পুশইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা
ভারতকে প্রোপার চ্যানেলে বাংলাদেশিদের ফেরত পাঠাতে বলেছি

ছবি: সংগৃহীত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ১৮:০৯ | আপডেট: ১৭ মে ২০২৫ | ১৮:১২
পুশইন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, কোনো বাংলাদেশি যদি ওপারে থাকে তাহলে ভারতকে প্রোপার চ্যানেলে তাদের পাঠাতে বলেছি, যেমন আমরা প্রোপার চ্যানেলে পাঠাই।
শনিবার বিকেলে বাগেরহাটের মোংলায় কোস্টগার্ডের নবনির্মিত বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে খুনের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে দায়ী মাদক। গ্রামে-গঞ্জে মাদক ঢুকে গেছে। মাদক আর দুর্নীতি কমাতে পারলে দেশটা অনেক এগিয়ে যাবে।
দেশের সমুদ্রসীমা ও উপকূলের সুরক্ষায় দ্রুতই কোস্টগার্ডকে নতুন ৫টি জাহাজ দেওয়াসহ পর্যায়ক্রমে এ বাহিনীকে আরও আধুনিকায়ন করা হবে বলে জানান তিনি।
এর আগে কোস্টগার্ডের বোট ওয়ার্কশপ ও স্লিপওয়ের নাম ফলক উন্মোচন করেন স্বরাষ্ট্র উপেদষ্টা।
এ সময় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব মু. জসীম উদ্দিন খান, কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক এবং বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
২০২৪ সালের ১১ জানুয়ারি কোস্টগার্ডের ওয়ার্কশপ ও স্লিপওয়ের প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত এই বোট ওয়ার্কশপ ও স্লিপওয়েতে ২০ মিটার দৈর্ঘ্যের বোট ডকিং ও যে কোনো ধরনের মেরামত কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।