সংস্কার কবে শেষ হবে, নির্বাচন কবে জনগণ জানতে চায়: রিজভী

ছবি: সমকাল
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৫ | ২২:৩৮
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘কবে সংস্কার শেষ করবেন? আর কবে নির্বাচনের তপশিল ঘোষণা করবেন, জনগণ তা জানতে চায়।’
শনিবার নরসিংদীর মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদত আলী উচ্চ বিদ্যালয় মাঠে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের’ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টার উদ্দেশে রিজভী আরও বলেন, ‘আপনি কবে সংস্কার শেষ করবেন, কী সংস্কার করবেন? এই যে সংস্কারের কথা বলছেন, কমিশন করেছেন, রাজনৈতিক দলের সঙ্গে ঐকমত্য হবে, সেটা কবে? আপনি তো সেই কথা বলছেন না!’
বিএনপির এই নেতা বলেন, ‘স্কুল-কলেজের শিক্ষার্থীদের নেতৃত্বে আন্দোলন করে দেশের জনগণ ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত হয়েছে। হাজার হাজার নয়, ১০ লাখ মানুষ খুন করে হলেও রক্তপিপাসু হাসিনা ক্ষমতায় টিকে থাকতে চাইত। বিভিন্নভাবে চেষ্টা করেও ক্ষমতায় টিকে থাকতে পারেনি। যে ভোটের জন্য এত রক্তদান, এত লড়াই-সংগ্রাম, সেই ভোট আমরা এখনও পেলাম না।’
তিনি আরও বলেন, ‘জনগণের পছন্দ অনুযায়ী ভোট হবে, তারা তাদের প্রতিনিধি বেছে নেবে; কিন্তু সে ক্ষমতা জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। সে ক্ষমতা জনগণের হাতে এখনও ফিরিয়ে দেওয়া হয়নি, নির্বাচন নিয়ে এত গড়িমসি কেন?
বিএনপির কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহসম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েলের সভাপতিত্বে ফুটবল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী।
- বিষয় :
- রিজভী