ঢাকা শুক্রবার, ১৩ জুন ২০২৫

কিশোরগঞ্জে আ’লীগ-জামায়াত-এনসিপি নিয়ে যে স্লোগান দিলেন বিএনপি নেতাকর্মীরা

কিশোরগঞ্জে আ’লীগ-জামায়াত-এনসিপি নিয়ে যে স্লোগান দিলেন বিএনপি নেতাকর্মীরা

বিক্ষোভ মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৯ মে ২০২৫ | ১৮:২১

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা সদরে রোববার দুপুরে বিএনপি ও সহযোগী সংগঠন বিক্ষোভ মিছিল করে। আওয়ামী লীগের বিচার ও দ্রুত জাতীয় নির্বাচনের দাবিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল হয়। মিছিলে ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা জামায়াত ধর, ধইরা ধইরা জবাই কর’, ‘একটা একটা এনসিপি ধর, ধইরা ধইরা জবাই কর’ স্লোগান দেন নেতাকর্মীরা। এ স্লোগানে জামায়াত ও এনসিপি তীব্র ক্ষোভ প্রকাশ করেছে।

জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী সমকালকে বলেন, ‘আমরা এ ধরনের স্লোগানের তীব্র নিন্দা জানাই। আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের বিরুদ্ধে একসঙ্গে আন্দোলন করেছি। ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। আন্দোলনকারী শক্তিগুলোর মধ্যে এখন ঐক্য বজায় রেখে দেশকে এগিয়ে নিতে হবে। নিজেদের মধ্যে বিভাজন তৈরি করা বা এ ধরনের উগ্র স্লোগান দেওয়া কোনোভাবেই কাম্য নয়।’ তবে পাকুন্দিয়ার বিএনপির নেতৃবৃন্দ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দের কাছে এ ধরনের স্লোগানের জন্য দুঃখ প্রকাশ করেছেন বলে জেলা জামায়াতের আমির জানিয়েছেন।

জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইকরাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিক্ষোভ মিছিলের ভিডিও শেয়ার করেছেন। তিনি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম স্টোকহোল্ডার এনসিপি এবং জামায়াতের বিরুদ্ধে এ ধরনের আক্রমণাত্মক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকা অস্বাভাবিক নয়। কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালনকারী একটি দল অন্য দলের বিরুদ্ধে এমন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত স্লোগান দেবে, তা কোনোভাবেই কাম্য নয়। এই ধরনের স্লোগান যারা দেন, তারা কখনও একটি দলের শুভাকাঙ্ক্ষী হতে পারে না। এ সমস্ত উগ্র স্লোগান যারা দিয়েছেন, তাদের বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করার জন্য দায়িত্বশীল নেতৃত্বের প্রতি আহ্বান জানাচ্ছি।’

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামাল উদ্দিন বলেন, ‘এটা দলীয় কোনো স্লোগান না, মিছিলে ছাত্রদলের নেতাকর্মীরা ছিল, তারাই এ স্লোগান দিয়েছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক জেলা জজ আদালতের পিপি মো. জালাল উদ্দিন বলেন, ‘এটা উপজেলা বিএনপি ঘোষিত কোনো কর্মসূচি নয়। কেন্দ্রীয় কোনো কর্মসূচিও ছিল না। আমি নিজেও ওই মিছিলে ছিলাম না। যারা এ ধরনের স্লোগান দিয়েছেন, এর দায় তাদের। এ ধরনের স্লোগান বিএনপি সমর্থন করে না, দলের এ রকম কোনো নির্দেশনাও নেই।’

আরও পড়ুন

×