তন্ত্র-মন্ত্রের পাতা খেলা

ছবি: সমকাল
আক্কেলপুর (জয়পুরহাট) সংবাদদাতা
প্রকাশ: ১৯ মে ২০২৫ | ২০:২১
মাঠের মাঝখানে লাগানো আছে মন্ত্রসিদ্ধ কলা গাছ। এই গাছকে ঘিরে থাকে তুলা রাশির পাতারূপী কয়েকজন মানুষ। বিভিন্ন এলাকা থেকে খেলায় অংশ নিতে আসে তান্ত্রিক দল। নিজ নিজ মন্ত্র বলে যে দল তাদের মন্ত্রের মাধ্যমে পাতাকে নিজেদের দাগের মধ্যে টানতে পারবে ও বশ করতে পারবে সেই দলই পয়েন্ট পাবে। পরে পয়েন্ট হিসাব করে বিজয়ী ঘোষণা করা হবে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এই খেলা।
গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া এমন ঐতিহ্যবাহী পাতা খেলা সোমবার বিকেলে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী নওতা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
খেলার জন্য তান্ত্রিকরা সঙ্গে লাঠি, জবা ও গোলাপ ফুল, মন্ত্র পড়া লোটা ভর্তি পানি, ধুলা, আগরবাতি, মোমবাতিসহ বিভিন্ন প্রকার গাছের শিকড়-বাকড় ব্যবহার করেন। তার সঙ্গে পড়তে থাকেন নানা ধরনের তন্ত্র-মন্ত্র। এই খেলা দেখতে মাঠের চারপাশে হাজারো উৎসুক নারী-পুরুষ ভিড় করে উপভোগ করেন।
তান্ত্রিক ইসমাইল হোসেন বলেন, গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলার মধ্যে পাতা খেলা একটা অন্যতম খেলা। আমরা তান্ত্রিকরা তন্ত্র-মন্ত্র দিয়ে এ খেলা করে থাকি। মাঠের মধ্যে একটি মন্ত্র পড়া কলাগাছ লাগানো থাকে। যাকে চাকোল বলে। এই চাকোলের চারপাশে মানুষরূপী পাতা থাকে। আমরা তান্ত্রিকরা পাতাগুলোকে মন্ত্র বলে টেনে আনি। পুরুষের পাশাপাশি নারীরাও এ খেলা দেখতে বেশ উপভোগ করে থাকেন।
স্থানীয় বাসিন্দা আরিফ হোসেন বলেন, গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া এই খেলা দেখে খুব আনন্দ পেয়েছি। তবে স্বপ্নে মাজার থেকে এই ধরনের নির্দেশ পেয়ে তিনি খেলাটির আয়োজন করেছেন, তার কোনও ভিত্তি আছে বলে মনে হয় না।
রায়কালীর বাসিন্দা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন বলেন, পাতা খেলাকে কেন্দ্র করে পুরো এলাকাজুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। এই খেলা দেখতে বিপুল উচ্ছ্বাস নিয়ে মাঠে আসেন হাজার হাজার দর্শক। এমন ভিন্নধর্মী খেলা দেখে খুশি দর্শকরা।
আয়োজক রায়কালীর নওতা গ্রামের আনোয়ার হোসেন বলেন, নিজ উদ্যোগে এই পাতা খেলার আয়োজন করেছি। গ্রাম বাংলা থেকে হারানো ঐতিহ্য ফেরাতেই এমন আয়োজন। কেউ সহায়তা না করলেও প্রতি বছর এই খেলার আয়োজন করবো।
- বিষয় :
- খেলা
- গ্রামীণ খেলা