শাহজাদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আহত ১৫

ছবি: সমকাল
সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি
প্রকাশ: ২০ মে ২০২৫ | ১২:৪৭ | আপডেট: ২০ মে ২০২৫ | ১৫:৪৫
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নজরুল ইসলাম (৪৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার রুপবাটি ইউনিয়নের বাগধুনাইল গ্রামে এ সংঘর্ষে আহত হয়েছেন আরও ১৫ জন।
নিহত কৃষক নজরুল ইসলাম বাগদোনাল গ্রামের মৃত সিরাজুল প্রামাণিকের ছেলে।
স্থানীয়রা জানান, সোমবার সকাল দশটার দিকে বাগদোনাল গ্রামের লোকজন মাঠে ধান কাটতে গেলে একই ইউনিয়নের পার্শ্ববর্তী কলিয়ারচর গ্রামের লোকজন পূর্ব শত্রুতার জেরে বাগধুনাইল গ্রামের লোকজনের ওপর হামলা চালায়। ওই হামলার জেরে আজ মঙ্গলবার সকাল ১০টার আবারও দুই গ্রামবাসী সংঘর্ষ শুরু হয়। এতে বাগধুনাইল গ্রামের কৃষক নজরুল ইসলাম মারা যান। শাহজাদপুর থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী সমকালকে বলেন, ‘কলিয়ারচর ও বাগধুনাইল গ্রামের লোকজনের মধ্যে ৬ মাস আগে ফুটবল খেলা নিয়ে প্রথম সংঘর্ষ হয়। পরে গতকাল ধান কাটা নিয়ে দ্বন্দ্ব হয়। ওই দ্বন্দ্বের জেরে আজ আবার সংঘর্ষে একজন নিহত হন। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেছে।’
এদিকে, দুপুর ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি।