ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

চাতলাপুর চেকপোস্ট দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক ও জুস আমদানি বন্ধ করল ভারত

চাতলাপুর চেকপোস্ট দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক ও জুস আমদানি বন্ধ করল ভারত

.

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১০:৩৫ | আপডেট: ২১ মে ২০২৫ | ১১:০৫

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নে অবস্থিত চাতলাপুর স্থল শুল্ক স্টেশন দিয়ে তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী ও জুস আমদানি বন্ধ করেছে ভারত সরকার। গত সোমবার থেকে এই পণ্যগুলো রপ্তানি বন্ধ করা হয়েছে। চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, কমলগঞ্জ উপজেলার শমশেরগর-চাতলাপুর রোড দিয়ে বাংলাদেশ থেকে নিয়মিত ভারতে রপ্তানি হতো মাছ, সিমেন্ট, প্লাস্টিক সামগ্রী, জুসসহ নানা ধরনের পণ্য। তৈরি পোশাক এ দিক থেকে রপ্তানি করা না হলেও নতুন করে প্লাস্টিক ও জুস পণ্য রপ্তানি বন্ধ করায় ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন।

আমদানি ও রপ্তানিকারক প্রতিষ্ঠান ফাবি এন্টারপ্রাইজের প্রতিনিধি জসিম উদ্দিন সমকালকে বলেন, গত সোমবার থেকে প্লাস্টিক সামগ্রী, তৈরি পোশাক ও জুস আমদানি বন্ধ করেছে ভারত। এখান দিয়ে আমরা নিয়মিত প্লাস্টিক সামগ্রী ও জুস রপ্তানি করতাম। কয়েকদিন আগেও প্লাস্টিক পণ্য রপ্তানি করেছি।

চাতলাপুর শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা তারিক মিয়া বলেন, আমরা ভারতের পক্ষ থেকে চিঠি পেয়েছি এই রোডে প্লাস্টিক, তৈরি পোশাক ও জুস জাতীয় পণ্য রপ্তানি না করার জন্য। এই পণ্যগুলো রপ্তানি ভারতের পক্ষ থেকে আমদানি বন্ধ করা হয়েছে।

আরও পড়ুন

×