ঢাকা মঙ্গলবার, ২৪ জুন ২০২৫

বাঘাইছড়িতে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

বাঘাইছড়িতে আগুনে পুড়ে ছাই ৩০ দোকান

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১০:৪৬ | আপডেট: ২১ মে ২০২৫ | ১১:১২

রাঙামাটির বাঘাইছড়ি পৌরসভার মুসলিম ব্লক বাজারে ভয়াবহ আগুনে প্রায় ৩০ দোকান পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে এ আগুন লাগার ঘটনা ঘটেছে।

স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তারা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার বৃহত্তর মুসলিম ব্লক বাজারের একটি কাপড়ের দোকানে আগুন লাগে। এতে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ৩০টি কাঁচা দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

জানা যায়, উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন নেভাতে বিজিবি, পুলিশ ও স্থানীয় লোকজনদের যথেষ্ট বেগ পেতে হয়। প্রায়  দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে আনুমানিক দেড় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ন কবির জানান, মুসলিম ব্লক বাজারে আগুনে ২৭ থেকে ৩০টির মতো দোকানঘর পুড়ে গেছে। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অথবা কাপড় ইস্ত্রির দোকান থেকে এ আগুনের সূত্রপাত ঘটতে পারে।

প্রসঙ্গত, উপজেলাটিতে ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় আগুন লাগলে নেভানোয় বেগ পেতে হয়। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যাচ্ছে। ২০১৮ সালে ফায়ার স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও দীর্ঘ ৭ বছরেও নির্মাণ কাজ শুরু করা যায়নি।

আরও পড়ুন

×