ঢাকা রবিবার, ২২ জুন ২০২৫

এনসিপির শ্রমিক নেতাদের ওপর হামলা: বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

এনসিপির শ্রমিক নেতাদের ওপর হামলা: বিএনপির ২১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

প্রতীকী ছবি

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৫ | ১৭:৩১ | আপডেট: ২১ মে ২০২৫ | ১৭:৪৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক নেতাদের ওপর হামলা ও মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় মোংলা পৌর বিএনপির আহ্বায়ক জুলফিকার আলীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ২১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। মামলার বাদী এনসিপির শ্রমিক সংগঠনের নেতা তিতুমীর চোকদার।

গতকাল মঙ্গলবার রাতে মোংলা থানায় এ মামলা দায়ের করা হয়। এদিকে রাজনৈতিক হয়রানি করার উদ্দেশে এ মামলা দায়ের করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে স্থানীয় বিএনপি সংবাদ সম্মেলন ও বিক্ষোভ সমাবেশ করেছে। অবিলম্বে এ মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে দলটির নেতারা।

মামলার বাদী তিতুমীর চোকদার লিখিত অভিযোগে বলেন, বিগত আওয়ামী লীগ শাসনামলে মোংলা বন্দর শ্রমিক সংগঠন আ’লীগের কর্তাব্যক্তিরা নিয়ন্ত্রণে রেখে সাধারণ শ্রমিকদের স্বার্থ পরিপন্থী কর্মকাণ্ড চালিয়েছে। গণঅভ্যুত্থানের পর বিএনপি নেতা জুলফিকার আলী এটির নিয়ন্ত্রণ নিয়ে তার অনুসারীদের দিয়ে শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও কর্তৃত্ব পরিচালনা শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিপির শ্রমিক সংগঠনের নেতৃত্বে গত ২৯ এপ্রিল বিকেলে শ্রমিক সংঘ চত্বরে তলবি সভা আহ্বান করে সাধারণ শ্রমিকরা। এ সময় একই স্থানে মে দিবস পালনের প্রস্তুতি সভার আয়োজন করে স্থানীয় বিএনপি সমর্থিত শ্রমিক দল। এ পরিস্থিতিতে বিএনপি ও এনসিপি সমর্থিত শ্রমিকরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি পালনে অনড় থাকে। ২৯ এপ্রিল বিকেলে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় একাধিক নেতাসহ তাদের সমর্থিত স্থানীয় শ্রমিকরা মিছিল নিয়ে শ্রমিক সংঘ চত্বরে এগিয়ে গেলে উভয়পক্ষের মধ্যে হট্টগোল, হামলা ও মারধরের ঘটনা ঘটে। এতে একাধিক শ্রমিক আহত হয়। এ ঘটনার প্রায় তিন সপ্তাহ পর মঙ্গলবার রাতে এনসিপির শ্রমিক উইংয়ের কেন্দ্রীয় নেতা তিতুমীর চোকদার বাদী হয়ে মামলা দায়ের করেন। 

বাদীর অভিযোগ, তাকেসহ এনসিপির শ্রমিক উইং কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা ও মারধরসহ তাদের নারী নেত্রীকে প্রকাশ্যে রাস্তায় শ্লীলতাহানি করা হয়।

এ প্রসঙ্গে বিএনপি নেতা জুলফিকার আলী বলেন, আমার জনপ্রিয়তা ও বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে এ মামলা করা হয়েছে।

এদিকে মঙ্গলবার রাতে দায়ের হওয়া এ মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেসক্লাবে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে পৌর বিএনপি। সেখানে মামলা প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেওয়া হয়। এছাড়া মামলার প্রতিক্রিয়ায় মঙ্গলবার রাতে এবং বুধবার বিকেলে পৌর শহরে দু’দফায় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।

আরও পড়ুন

×