নিরাপত্তা প্রহরীর কক্ষে মিলল বিদেশি পিস্তল ও গুলি

উদ্ধার হওয়া অস্ত্র ও গুলি
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ২২ মে ২০২৫ | ১০:৫৩ | আপডেট: ২২ মে ২০২৫ | ১০:৫৮
কুমিল্লার নগরীর একটি বহুতল ভবনের নিরাপত্তার প্রহরীর কক্ষ থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে যৌথবাহিনী। তবে পিস্তলের মালিক সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফিকে গ্রেপ্তার করেতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। বুধবার সন্ধ্যায় সেনাবাহিনী ও র্যাব অভিযান চালিয়ে পিস্তল ও গুলি উদ্ধার করে।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, নগরীর থিরাপুকুরপাড় রোডের গোল্ডেন টাওয়ারের নিরাপত্তা প্রহরীর কক্ষ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে নিরাপত্তারক্ষী হাফিজ আহমেদ স্বীকার করেছেন যে, বিকেল সাড়ে ৩টার দিকে কুমিল্লা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিউর রহমান রাজিবের ভাতিজা সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি পিস্তলটি তার কক্ষে রেখে পালিয়ে যান। ওই সময় ওয়াফির সঙ্গে আরও দু’জন সহযোগীও ছিলেন। অস্ত্র উদ্ধারের পর থেকে ওয়াফিসহ তার সহযোগীদের খুঁজছে বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। পলাতক সরকার মুস্তাফিজুর রহমান ওরফে ওয়াফি (২৪) একই ভবনের বাসিন্দা। তার বাবার নাম এএসএম মোহসিন সরকার।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, ৫ আগস্টের আগে ওয়াফি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ৫ আগস্টের পর থেকে তিনি গোল্ডেন টাওয়ারে অবস্থান করছিলেন এবং ভবনের ছাদে মাদক সেবন করতেন নিয়মিত। তাকে আটক করতে যৌথবাহিনীর অভিযান চলছে।
এ বিষয়ে বিএনপি নেতা রাজিউর রহমান মন্তব্য করতে রাজি হননি।
কোতোয়ালি থানার ওসি মহিনুল ইসলাম বলেন, যৌথ বাহিনীর অভিযানে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা হবে।
- বিষয় :
- কুমিল্লা
- অস্ত্র উদ্ধার
- যৌথ বাহিনী