স্ক্র্যাপ জাহাজের টাংকিতে জ্ঞান হারালেন চার শ্রমিক, একজনের মৃত্যু

সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজ (ফাইল ফটো)
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৫ | ১১:৩৫
চট্টগ্রামের সীতাকুণ্ডে স্ক্র্যাপ জাহাজের (পুরাতন জাহাজ) পোড়া তেলের ডিপোতে কাজ করতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেছেন চার শ্রমিক। খবর দিলে ঘটনাস্থল থেকে চারজনকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। আহতরা হলেন, আরিফ, সুলতান, পেয়ারু, মীর আহমেদ। তাদের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে দিকে ফৌজদারহাট ঢাকা-চট্টগ্রাম রেললাইন সংলগ্ন সিডিএ রোডের মুখে জামাল কোম্পানির কালো তেলের ডিপোতে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনর্চাজ সোহেল রানা।
কুমিরা ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, জামাল কোম্পানির স্ক্র্যাপ জাহাজের কালো তেলের ডিপোতে পুরাতন একটি টাংকিতে ঢোকেন একজন শ্রমিক। এ সময় ওই শ্রমিক কালো তেলের টাংকির ভেতরে অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়লে আরও একজন শ্রমিক তাকে উদ্ধার করতে টাংকির ভেতর নামেন। এভাবে একে একে চারজন শ্রমিক টাংকির ভেতর অক্সিজেন স্বল্পতার কারণে আটকা পড়েন।
এ ঘটনায় স্থানীয়রা কুমিরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে একটি টিম গিয়ে চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
কালো তেলের ডিপোর মালিক জামাল উদ্দিন বলেন, আমি বাইরে আছি। শুনেছি কয়জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আমি ঘটনাস্থলে যাচ্ছি।
কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন বলেন, ডিপোর ভেতরে একটি টাংকির ভেভরে কাজ করতে গিয়ে অক্সিজেন স্বল্পতার কারণে ভেতরে আটকা পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষ অবস্থায় চার শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সোহেল রানা বলেন, আহত চারজনের মধ্যে একজন মারা গেছেন। তার নাম জানা যায়নি।
- বিষয় :
- শ্রমিক নিহত
- মৃত্যু
- সীতাকুণ্ড