বেতন পরিশোধ না করে ছুটি বৃদ্ধি সড়ক অবরোধ

ফাইল ছবি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৫ মে ২০২৫ | ০১:০৫ | আপডেট: ২৫ মে ২০২৫ | ১০:২০
গাজীপুরে দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছেন একটি কারখানার শ্রমিকরা। গতকাল শনিবার সকালে আন্দোলনে নামেন শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের কপাটিয়াপাড়া এলাকার এম কে ফুটওয়্যার কারখানার শ্রমিকরা। ১০ দিন ছুটি শেষে শনিবার সকালে কারখানায় গিয়ে প্রধান ফটক বন্ধ পান তারা। পরে মাওনা-গাজীপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন ও কারখানায় ভাঙচুর চালান।
শ্রমিকরা জানান, এপ্রিল মাসের বেতন বকেয়া রয়েছে। মে মাসও শেষ। অন্যদিকে ঈদও এসে গেছে। বকেয়া ও চলতি মাসের বেতন এবং ঈদ বোনাসের দাবিতে রাস্তায় নেমেছেন তারা। বকেয়া বেতন পরিশোধের জন্য বারবার প্রতিশ্রুতি দিলেও কর্তৃপক্ষ সেটা রক্ষা করেনি। তাদের প্রতি আর আস্থা নেই। বাধ্য হয়ে আন্দোলনে নেমেছেন।
লাইলি আক্তার নামে এক শ্রমিক বলেন, ‘কর্তৃপক্ষ আমাদের সঙ্গে প্রতারণা করছে। আজ না, কাল না পরশু বলে বলে সময় পার করছে। ওদিকে আমরা বাসা ভাড়া দিতে পারছি না। খাবার কিনতে পারছি না। তাদের তামাশা আর ভালো লাগে না। তাই রাস্তায় নেমেছি।’
শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা জানান, বিল পরিশোধ করতে না পারায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় পল্লী বিদ্যুৎ। এ কারণে ১০ দিন আগে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। ছুটি শেষে শনিবার কারখানা চালু হওয়ার কথা ছিল। কিন্তু শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে জানতে পারেন, ছুটি বাড়ানো হয়েছে। বকেয়া বেতন পরিশোধ না করে আবারও ছুটি বাড়ানোর কারণে সড়কে বসে পড়েন তারা। পরে বিক্ষোভ করেন।
কারখানার মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মিজানুর রহমান বলেন, শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস চলতি সপ্তাহেই পরিশোধ করা হবে। মে মাসের বেতনের বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। বিষয়টি শ্রমিকদের জানানো হয়েছে, কিন্তু তারা মানতে চাইছে না।
মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক হাসমত উল্লাহ জানান, ওই কারখানায় বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ৬০-৭০ লাখ টাকা। ১০-১২ দিন আগে সংযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাধ্য হয়ে কর্তৃপক্ষ কারখানা বন্ধ ঘোষণা করে। এ সপ্তাহের শেষ দিকে এপ্রিল মাসের বকেয়া পরিশোধ করা হবে এবং ঈদের আগেই মে মাসের অর্ধেক বেতন দেওয়া হবে। এমন প্রতিশ্রুতি দেওয়ার পর দুপুরে আন্দোলন থেকে সরে দাঁড়ান শ্রমিকরা।
- বিষয় :
- অবরোধ