ঢাকা বুধবার, ১৬ জুলাই ২০২৫

নাটোর

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪

বাস-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে জাবি শিক্ষার্থীসহ নিহত ৪

দুর্ঘটনার শিকার যাত্রীবাহী বাস। ছবি: সমকাল

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৫ | ০১:০০

নাটোরের বনবেলঘড়িয়া বাইপাস এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীসহ চারজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান বিভাগের ছাত্র মো. সাগর (২৫)। তিনি রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা। এছাড়া নিহত অন্যরা হলেন সিএনজি অটোরিকশার চালক বাবু (৩৫), শহিদুল ইসলাম (৩৮) এবং আরও একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি। নিহত সবাই নাটোর সদরের হরিশপুর এলাকায় যাচ্ছিলেন বলে জানা গেছে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এশাই) আবুল কালাম জানান, হরিশপুর যাওয়ার পথে বনবেলঘড়িয়া বাইপাস মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও চালক বাবু মারা যান। পরে গুরুতর আহত শহিদুল ও অপর যাত্রীকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় সড়কে কিছু সময়ের জন্য যান চলাচলে বিঘ্ন ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনা-কবলিত যানবাহন দুটি সরিয়ে নেয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন

×