ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গৃহকর্মীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার জাহাঙ্গীর মিয়া

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২০ | ০০:৪২ | আপডেট: ০১ আগস্ট ২০২০ | ০০:৫৪

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গৃহকর্মীকে (১৮) চার দিন আটক রেখে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় ওই তরুণী বাদি হয়ে চারজনকে আসামি করে নাসিরনগর থানায় মামলা করেছেন। জাহাঙ্গীর মিয়া (২৫) উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের বুড়িম্বর গ্রামের মো. ইয়াছিন উদ্দিনের ছেলে।

মামলার এজহার সূত্রে জানা গেছে, ২০১৬ সালের দিকে ওই তরুণীর ভাবির বাড়িতে পরিচয় হয় জাহাঙ্গীরের সঙ্গে। সেই পরিচয়ের কিছুদিন পর বিয়ের প্রস্তাব দেন জাহাঙ্গীর। ওই তরুণী বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন। পরে তিনি ঢাকার ধানমন্ডি-১ নম্বরে একটি বাসায় পাঁচ হাজার টাকা বেতনে গৃহকর্মীর কাজ নেন। ২০১৭ সালে ওই বাসার ঠিকানা খুঁজে বের করেন জাহাঙ্গীর। আবারো বিয়ের প্রস্তাব দেন তরুণীকে। তখন প্রস্তাবে রাজি হন তরুণী। পরে জাহাঙ্গীর তার এক আত্মীয়ের বাসায় স্ত্রী পরিচয়ে ওই তরুণীকে রেখে ধর্ষণ করেন। এরপরও একাধিকবার তাকে ধর্ষণ করেন। কিছুদিন পূর্বে জাহাঙ্গীর তরুণীকে না জানিয়ে অন্য এক মেয়েকে বিয়ে করেন। এরপর জাহাঙ্গীরের সঙ্গে যোগাযোগ করেননি তরুণী। কিন্তু জাহাঙ্গীর আবারো তার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে বিভিন্ন হুমকি দিতে থাকেন। পরে ওই তরুণী মামলা করা কথা বললে জাহাঙ্গীর তাকে নাসিরনগর সদরের দুলাল মিয়ার বাড়িতে নিয়ে ১ লাখ টাকায় রফাদফার চেষ্টা করেন।

ওই তরুণী বলেন, সেই প্রস্তাব আমি প্রত্যাখান করি। তাই আমাকে ৪দিন আটক রেখে ধর্ষণ করে সে। খবর পেয়ে পরিবারের লোকজন আমাকে উদ্ধার করে নাসিরনগর আধুনিক হাসপাতালে ভর্তি করে।

নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কবির হোসেন বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। আমরা অভিযুক্তকে আটক করেছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×