ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

চাঁপাইনবাবগঞ্জে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে করোনা ও উপসর্গে ২ জনের মৃত্যু

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২০ | ০৬:০৬ | আপডেট: ০১ আগস্ট ২০২০ | ০৭:১১

চাঁপাইনবাবগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে একজন ও উপসর্গ নিয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শেখ আলতাফ (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। শনিবার সকালে তিনি মারা যান। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দাউদপুর এলাকায়।

জেলার সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, আলতাফ অবসরপ্রাপ্ত কৃষি অফিসার ছিলেন। গত ২২ জুলাই চাঁপাইনবাবগঞ্জ মেডিকেল টিম তার নমুনা সংগ্রহ করে। ২৬ জুলাই তার করোনা পজিটিভ আসে।

সিভিল সার্জন জাহিদ নজরুল জানান, করোনা উপসর্গ থাকায় ২৬ জুলাই থেকে উন্নত চিকিৎসার জন্য চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালের করোন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন আলতাফ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

এদিকে, সদর উপজেলার দারিয়াপুর পুরাতন পাড়ায় করোনা উপসর্গ নিয়ে আনিসুর রহমান (৮০) নামে আরেক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বিকেল ৪টায় নিজ বাসভবনে ওই বৃদ্ধের মৃত্যু হয়। তিনি বেশ কিছুদিন থেকে জ্বর এবং শ্বাসকষ্টে ভুগছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, মৃত আনিসুর রহমান কৃষি অফিসে চাকরি করতেন। বেশ কয়েক বছর আগে তিনি অবসর নেন। করোনা সন্দেহে তিনি দুইদিন আগে সদর হাসপাতালে নমুনা দিয়েছেন এবং সোমবার ফলাফল পাওয়া যাবে।


আরও পড়ুন

×