ঢাকা বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

কুমেক হাসপাতালে করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা

প্রকাশ: ০১ আগস্ট ২০২০ | ০৭:০৫

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।

মৃতদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে ও চারজন উপসর্গ নিয়ে মারা গেছেন। তাদের মধ্যে তিনজন পুরুষ ও দুইজন নারী।

শনিবার হাসপাতালের পরিচালক মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার একজন, শাহরাস্তি উপজেলার দুইজন, কুমিল্লা মহানগরের একজন ও নোয়াখালীর চাটখিল উপজেলার একজন মারা গেছেন।

বর্তমানে এই হাসপাতালে ভর্তি আছেন ১১৯ জন। এর মধ্যে ৮০ জন পুরুষ ও ৩৯ জন নারী। তাদের মধ্যে আইসোলেশন ওয়ার্ডে ৪৪ জন, করোনা ওয়ার্ডে ৫৮ জন ও আইসিইউতে ১৭ জন আছেন। এ নিয়ে কুমেক হাসপাতালে ৫৮ দিনে মারা গেছেন ২৮৪ জন।

গত ৩ জুন হাসপাতালটি চালু করা হয়। ৪ জুন থেকে হাসপাতাল কর্তৃপক্ষ মারা যাওয়া ব্যক্তিদের তথ্য প্রকাশ করে আসছে।

আরও পড়ুন

×