ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

চাটমোহরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটমোহরে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ০১ আগস্ট ২০২০ | ০৭:৪৬

পাবনার চাটমোহরে অজ্ঞাতপরিচয় (৪২) এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার দুপুরে উপজেলার নিমাইচড়া ইউনিয়ন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত ব্যক্তির পরনে চেক লুঙ্গি ও গায়ে গেঞ্জি পরা। তার ঠোঁটে একটি জন্মগত কাটা দাগ আছে।

জানা গেছে, ঈদের দিন সকালে উপজেলার নিমাইচড়া ইউনিয়নের গুমানী নদীর পাশে শিবপুর বিলে মাছ ধরতে গিয়ে লোকজন মরদেহটি দেখতে পান। 

পরে স্থানীয় ইউপি সদস্য পুলিশে খবর দেন। খবর পেয়ে হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহটি উদ্ধার করে। পুলিশের ধারণা, কয়েকদিন আগে তাকে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

হান্ডিয়াল পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মফিজ উদ্দিন জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা মর্গে পাঠানো হয়েছে।


আরও পড়ুন

×