ঝিনাইদহে মাটি টানার গাড়ির ধাক্কায় নারী নিহত

ফাইল ছবি
হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০২:০২ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০২:১০
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে লাটাহাম্বারের (স্থানীয় ইঞ্জিনচালিত বালি ও মাটি টানা গাড়ি) সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শিল্পী খাতুন (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।
সোমবার বেলা ১২ টার দিকে শহরতলির ফলসি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিল্পী খাতুন উপজেলার ফতেপুর গ্রামের মৃত বজলুর রহমানের মেয়ে।
নিহতের ভাই স্কুল শিক্ষক আব্দুল মান্নান জানান, তার বোন সকালে মেয়ের বাড়ি থেকে তার বাসায় বেড়াতে আসেন। পরে ছেলে শিশিরের সাথে মোটরসাইকেলযোগে স্বামীর বাড়ি বিন্নি গ্রামে যাচ্ছিলেন। যাওয়ার সময় সামনে থেকে আসা একটি ইঞ্জিনচালিত যান (বালু ও মাটি টানা গাড়ি) তাদের ধাক্কা দেয়।
নিহতের ছেলে শিশির জানান, তিনি মোটরসাইকেলযোগে মাকে নিয়ে নানাবাড়ি থেকে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে দ্রুতগতির একটি লাটাহাম্বার গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার একপাশে পড়ে যান এবং তার মা রাস্তার ওপরে লুটিয়ে পড়েন। এসময় ওই গাড়িটি তার মায়ের ওপর দিয়ে দ্রুত চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা মাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আশরাফুল ইসলাম জানান, নিহতের মাথায় আঘাতের ফলে প্রচুর রক্তক্ষরণে হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়েছে।
হরিণাকুণ্ডু থানার পরিদর্শক (ওসি) মো. আব্দুর রহিম মোল্লা জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- ঝিনাইদহ
- হরিণাকুণ্ডু
- মোটরসাইকেল