ঢাকা বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর পরও মোবাইলে বাজছিল গান

মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুর পরও মোবাইলে বাজছিল গান

ফাইল ছবি

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৩:২০

রাজবাড়ীতে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক কাজী শাফিন আলম আকাশ নামে এক যুবক নিহত হয়েছেন।

রোববার রাতে সদর উপজেলার খানখানাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাজী কোরেল গ্রামের শাহ আলম কাজীর ছেলে। 

আহ্লাদিপুর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মোটরসাইকেল চালিয়ে ফরিদপুরের নগরকান্দায় নিজ বাড়ি ফিরছিলেন আকাশ। খানখানাপুর পুলিশ তদন্ত কেন্দ্র অতিক্রম করার সময় একটি কাভার্ড ভ্যান চাপা দিলে ছিটকে পড়ে আহত হন তিনি। উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর দেখা যায় তার গলার সাথে হেডফোন ছিল ও পড়ে থাকা মোবাইল ফোনে গান বাজছিল।

আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, পুলিশ কাভার্ড ভ্যান  জব্দ ও চালককে আটক করেছে। এ ব্যাপারে একটি মামলা হয়েছে। 

আরও পড়ুন

×