ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুর জেলা যুবলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা

ফরিদপুর অফিস

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৩:৩০ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০৩:৩৫

ফরিদপুর জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃঙ্খল সংগঠন।  যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশের নির্দেশে সাংগঠনিক কার্যক্রম নিষ্ক্রিয়তার কারণে ফরিদপুর জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি অদ্য ২৩-০৮-২০২০ তারিখে বিলুপ্ত ঘোষণা করা হলো।

এই কমিটির আহ্বায়ক ছিলেন এ এইচ এম ফোয়াদ, যুগ্ম আহ্বায়ক অ্যাড. স্বপন পাল ও সালেকিন টগর। কমিটিতে সদস্য করা হয়েছিল ২১ জনকে। ২০১৭ সালের শেষ দিকে জেলা যুবলীগের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়।

এ বিষয়ে অ্যাড. স্বপন পাল জানান, কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী আমরা আগস্ট মাসের সকল কর্মসূচি পালন করেছি। রাতে জানতে পারলাম কেন্দ্র থেকে জেলার আহ্বায়ক কমিটি বিলুপ্ত করা হয়েছে। 

আরও পড়ুন

×