ঢাকা বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

চট্টগ্রামে মানববন্ধনে এমপি মোস্তাফিজের অনুসারীদের হামলা, আহত ১০

চট্টগ্রামে মানববন্ধনে এমপি মোস্তাফিজের অনুসারীদের হামলা, আহত ১০

ছবি: সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৬:৪৬ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০৬:৫৪

চট্টগ্রামে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড আয়োজিত একটি মানববন্ধনে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তাদের ওপর বাঁশখালীর সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরীর অনুসারী ক্যাডাররা হামলা চালিয়েছে। সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ ঘটনা ঘটে। 

মুক্তিযুদ্ধ নিয়ে কটূক্তি ও বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী মৌলভী সৈয়দ আহমদের বড়ভাই মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীর জানজায় রাষ্ট্রীয় সম্মান না দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

হামলায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদসহ বেশ কয়েকজন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে এনামুল হক নামের এমপি মোস্তাফিজের এক ক্যাডারকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

অন্য আহতদের মধ্যে মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা জহির উদ্দিন বাবর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবু সাদাত মোহাম্মদ সায়েম, ছাত্রলীগ নেতা আরমান হোসেন, জয় সরকারের নাম পাওয়া গেছে।

ছবি: সমকাল

এ প্রসঙ্গে চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার নোবেল চাকমা সমকালকে বলেন, 'মুক্তিযোদ্ধার সন্তানদের ব্যানারে একটি মানবন্ধন চলছিল। হঠাৎ সেখানে বাঁশখালীর এমপির অনুসারীরা এসে হাতাহাতি ও মারামারিতে জড়িয়ে পড়েন। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। এ সময় এনামুল হক নামের এক হামলাকারীকে আটক করা হয়।'

ঘটনার প্রত্যক্ষদর্শী রমিজ উদ্দিন কানন জানান, চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের শান্তিপূর্ণ মানববন্ধন চলাকালে সাংসদ মোস্তাফিজুর রহমানের অনুসারী বাঁশখালী পৌরসভার মেয়র শেখ সেলিমুল হকের নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় মৌলভী সৈয়দ আহমদের ভাতিজা জহির উদ্দিন বাবর, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেম, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য আবু সাদাত সায়েমসহ অনেকে আহত হয়েছেন।

এদিকে এ হামলার ঘটনার পর চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে জামালখানে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি সম্পাদক মোহাম্মদ সৈয়দ, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, সাবেক ছাত্রনেতা নুরুল আজিম রনিসহ মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নেতাকর্মীরা।

সমাবেশে মোজাফফর আহমদ সাংসদ মোস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগের সব পদ ও সংসদ সদস্য পদ থেকে অব্যাহতি দেওয়ার জন্য দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন

×