ঢাকা বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

করোনায় চাকরি হারিয়ে তৈরি করা খামারের সব হাঁস মেরে ফেলল দুর্বৃত্তরা!

করোনায় চাকরি হারিয়ে তৈরি করা খামারের সব হাঁস মেরে ফেলল দুর্বৃত্তরা!

মরে পড়ে আছে আরিফের খামারের হাঁসগুলো -সমকাল

মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৯:৪০ | আপডেট: ২৪ আগস্ট ২০২০ | ০৯:৫৩

টাঙ্গাইলের মধুপুরে দুর্বৃত্তের দেওয়া বিষে সহস্রাধিক হাঁসের মৃত্যু অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে পৌর এলাকার দূর্গাপুর গ্রামের দরগার ডুবার পাড়ে।

সোমবার সকাল থেকে একের পর এক মরতে মরতে বিকলে পর্যন্ত প্রায় এক হাজার হাঁস মরে গেছে। খামারের মালিকের ধারণা, ৪৯ দিন বয়সী হাঁসের খামারে রাতের কোন এক সময়  খাবারের সঙ্গে বিষ মিশিয়েছে দুর্বৃত্তরা। 

খামার মালিক আরিফ জানান, তিনি নরসিংদীর পাঁচদোনা এলাকায় বেসরকারি একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। করোনার কারণে সেই প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে চাকরি হারিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর খাকি ক্যাম্বেল জাতের ১ হাজার ১০০ হাঁসের ছানা নিয়ে গত ৮ জুলাই চাচা শাহজামাল ও ভাই আলহাজের সঙ্গে বাড়ির পাশেই ডুবার পাড় এলাকায় হাঁসের খামার গড়ে তোলেন। দেড় মাস ধরে তারা যত্ন নিয়ে খামারকে এগিয়ে নিচ্ছিলেন। রোববার রাতে খামারের হাঁসগুলোকে খাবার খাইয়ে যথারীতি বাড়িতে চলে যান। সোমবার সকালে খামারে গিয়ে তারা হতবাক হয়ে যান। রাত থেকে সকাল পর্যন্ত কয়েকশ’ হাঁস মরে পড়ে আছে। আস্তে আস্তে মৃতের সংখ্যা বাড়ছে। মৃত্যুর কারণ জানতে একটি মৃত ও দুটো জীবিত হাঁস নিয়ে ছুটেন মধুপুর প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে। সেখান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ পেয়েছেন। পরে প্রাণিসম্পদ কর্মকর্তা কার্যালয়ের দুইজন দায়িত্বশীল ব্যক্তি খামার পরিদর্শন করে বাকি হাঁসগুলোও বিষক্রিয়ায় মারা গেছে বলে জানিয়ে গেছেন। 

মধুপুর উপজেলা ভ্যাটেরিনারি ফিল্ড অ্যাসিস্টেন্ট (বিএফএ) ওবাইদুল্লাহ লিটন জানান, খামারি আরিফ হাঁস নিয়ে হাসপাতালে আসলে উপজেলা প্রাসিম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদের উপস্থিতিতে মৃত হাঁস চিরে বিষক্রিয়ার লক্ষণ দেখা যায়। 

উপজেলা প্রাসিম্পদ কর্মকর্তা ডা. হারুন অর রশীদ মৃত হাঁসগুলো খাবারের ত্রুটিতে এমন হতে পারে বলে ধারণা করেছেন। তিনি জানান, টক্সিন সমস্যায়ও এমন হতে পারে। নিশ্চিত কী হয়েছে জানতে মৃত হাঁসের নমুনা ঢাকায় পাঠাতে হবে। 

মধুপুর থানার ওসি (তদন্ত) ছানোয়ার হোসেন জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত চলছে অন্যরকম কিছু পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×