ঢাকা শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

আদালতেই পুলিশের ওপর হামলা, যুবক আটক

আদালতেই পুলিশের ওপর হামলা, যুবক আটক

প্রতীকী ছবি

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২০ | ০৯:৫৮

হবিগঞ্জে সোমবার দুপুরে আদালত কক্ষ থেকে বের হতে বলায় ক্ষিপ্ত হয়ে পুলিশের ওপর হামলা চালিয়েছে আতিকুর রহমান সেলিম নামে এক যুবক। যুবকের কিল ঘুষিতে কনস্টেবল মোস্তাক আহমেদ গুরুতর আহত হয়েছেন। তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

আটক আতিকুর রহমান সেলিম মাধবপুর উপজেলার রাজাপুর গ্রামের বাসিন্দা।

হবিগঞ্জের কোর্ট ইন্সপেক্টর মো. আল-আমিন হোসেন জানান, কনস্টেবল মোস্তাক আহমেদ হবিগঞ্জ কোর্টের এডিএম শাখায় ডিউটি করছিলেন। এ সময় আদালতের নির্দেশে তিনি আতিকুর রহমান সেলিমকে এজলাস কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে সেলিম তাকে উপর্যপুরি কিল-ঘুষি মারতে থাকেন। পরে অন্য পুলিশ সদস্যরা এসে সেলিমকে আটক করেন। পরে কনস্টেবল মোস্তাককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। 

তিনি আরও জানান, অভিযুক্ত আতিকুর রহমান সেলিমকে হবিগঞ্জ সদর থানা হেফাজতে রাখা হয়েছে।

আরও পড়ুন

×