ঢাকা মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

বড়াইগ্রামে ইন্টারনেট থেকে আয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

বড়াইগ্রামে ইন্টারনেট থেকে আয় বিষয়ক আলোচনা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২০ | ১১:৪৩

নাটোরের বড়াইগ্রাম উপজেলার দাসগ্রামে ইন্টারনেট থেকে আয় বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার বিকেলে দাসগ্রাম সিদ্দিকীয়া সিনিয়র মাদরাসার বিজ্ঞান ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করে ফেসবুক ভিত্তিক প্লাটফর্ম ‘হৃদয়ে দাসগ্রাম’। অনুষ্ঠানে ইন্টারনেট থেকে আয় বিষয়ে নিজ নিজ মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন তরুণেরা।

এসময় তারা বলেন, প্রযুক্তির উন্নয়নের কারণে গ্রামেও এখন ইন্টারনেট সহজলভ্য। গ্রামের অধিকাংশ তরুণ ইন্টারনেট ব্যবহার করে। তবে বেশিরভাগের জানার পরিধি সীমিত। এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ পেলে গ্রামের তরুণাও ইন্টারনেট থেকে আয় করে স্বাবলম্বী হতে পারে।

সাংবাদিক ও হৃদয়ে দাসগ্রাম গ্রুপের এডমিন নাজমুস সাকিব বলেন, প্রযুক্তি সুবিধার দিক থেকে গ্রামও আজ পিছিয়ে নেই। প্রযুক্তির সুবিধাগত দিক তরুণদের সামনে উন্মুক্ত করা গেলে তারাই সম্ভাবনার দুয়ার খুলে দিবে। এজন্য দরকার সঠিক জ্ঞান ও সচেতনতা। এ লক্ষ্যে হৃদয়ে দাসগ্রাম গ্রুপের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেয়া হবে।

আলোচনা সভা শেষে মাসব্যাপী ছবি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি। 

আরও পড়ুন

×