ঢাকা মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০২৪

সিলেটে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

সিলেটে আরও ১১৯ জনের করোনা শনাক্ত

প্রতীকী ছবি

সিলেট ব্যুরো

প্রকাশ: ৩০ আগস্ট ২০২০ | ১১:১৯

সিলেট বিভাগে নতুন করে আরও ১১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। রোববার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবে ৮০ জনের করোনা শনাক্ত হয়।

সিলেট বিভাগের চার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৮১৪ জন। গত ২৪ ঘন্টায় করোনায় সিলেটে কারও মৃত্যু হয়নি। এই সময়ে সুস্থ ১৬২ জন সুস্থ হয়েছেন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৭ হাজার ৭৬৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি।

দু’টি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন ৬৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এই জেলায় মোট ৫ হাজার ৭১৫ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুনামগঞ্জের ২২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন দুই হাজার ৫১ জন।

এ ছাড়া মৌলভীবাজারের ৩২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন এক হাজার ৫০৯ জন। এদিন হবিগঞ্জের কারও করোনা শনাক্ত হয়নি। এই জেলায় মোট এক হাজার ৫৩৯ জনের করোনা শনাক্ত হয়েছে।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী জুয়েল জানান, রোববার তাদের ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষায় ৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ২৭ জন, সুনামগঞ্জের ২১ জন ও মৌলভীবাজারের ৩২ জন রয়েছেন।

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮ জনই সিলেট জেলার বাসিন্দা। করোনা শনাক্ত হওয়া অপরজনের বাড়ি সুনামগঞ্জ জেলায়।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ১৩১ জন প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।

whatsapp follow image

আরও পড়ুন

×