চট্টগ্রামে মা-ছেলে হত্যা: সন্দেহভাজন আসামির নাগাল পাচ্ছে না পুলিশ

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৮:৫২
চট্টগ্রাম নগরে মা ও ছেলে হত্যার ১২ দিন পার হয়েছে। একজনকে সন্দেহভাজন আসামি হিসেবে চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। কিন্তু তার নাগাল পাচ্ছে না। একমাত্র আসামি ফারুকের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের খতিয়ান নেই পুলিশের কাছে। এতদিনেও আসামি গ্রেপ্তার করতে না পারায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মামলার বাদী নিহত গুলনাহার বেগমের মেয়ে ময়ুরী। তিনি বলেন, 'গরিব বলে কি আমি বিচার পাব না।' পুলিশ বলছে, আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।
গত ২৪ আগস্ট রাতে নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকার রমজান আলী সেরেস্তাদার বাড়ির গোলাম মহিউদ্দিন বাবুলের ভাড়া বাসা থেকে ৩৫ বছর বয়সী গুলনাহার বেগম এবং তার ছেলে ৮ বছর বয়সী রিফাতের লাশ উদ্ধার করে পুলিশ। নগরের বহদ্দারহাট কসাইপাড়ার বাসিন্দা মো. সিরাজের ছেলে ফারুক গুলনাহার বেগমের বাসায় 'পেয়িং গেস্ট' হিসেবে থাকত।
চান্দগাঁও থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, আসামিকে গ্রেপ্তার চেষ্টার কোনো ত্রুটি নেই। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা যাচ্ছে না। সনাতন পদ্ধতিতে তার অবস্থান শনাক্ত করতে হচ্ছে বলে সময় লাগছে। আশা করছি, শিগগির একটা রেজাল্ট পাব।
ছেলেমেয়েকে নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন গুলনাহার বেগম। তার স্বামী আরেকটি বিয়ে করে থাকেন নোয়াখালীতে। পেশায় ওয়েল্ডিং মিস্ত্রি ফারুককে নিজের ভাই পরিচয় দিয়ে বাসাটি গত ফেব্রুয়ারি মাসে ভাড়া নেন গুলনাহার। মেয়ে ময়ুরী পোশাক কারখানায় চাকরি করেন। আর গুলনাহার বাসায় নাশতা তৈরি করতেন, যা দোকানে সরবরাহ করতেন ফারুক। ২৪ আগস্ট রাতে কর্মস্থল থেকে ফিরে বাসার বাথরুম ও বেসিনে মা ও ভাইয়ের লাশ পড়ে থাকতে দেখেন ময়ুরী। পরে পলাতক ফারুকের নামে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন তিনি।
- বিষয় :
- চট্টগ্রাম
- মা-ছেলে হত্যা