ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫

ধর্ষণকারীদের শাস্তি দাবিতে পাহাড়ে মানববন্ধন

ধর্ষণকারীদের শাস্তি দাবিতে পাহাড়ে মানববন্ধন

মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চার পাহাড়ি সংগঠন- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২০ | ০৯:১২

বান্দরবানের লামায় ত্রিপুরা নারী ও খাগড়াছড়ির মহালছড়িতে মারমা কিশোরী ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে চার পাহাড়ি সংগঠন। 

শুক্রবার নগরের চেরাগী পাহাড় মোড়ে পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও গণতান্ত্রিক যুব ফোরাম যৌথভাবে এই কর্মসূচি আয়োজন করে।

পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি রেশমি মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের নগর শাখার সহসভাপতি পিংকি চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যলয় (চবি) শাখার তথ্য ও প্রচার সম্পাদক রোনাল চাকমা, যুব নেতা শুভ চাক প্রমুখ। এতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ছাত্র ইউনিয়ন চবি শাখার সাংগঠনিক সম্পাদক প্রত্যয় নাথাক।

বক্তারা বলেন, গত ৩০ আগস্ট এক নারী ও কিশোরী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়। পাহাড়ে নারী ধর্ষণকারীদের বাঁচানোর জন্য নানা অপচেষ্টা চলছে। মহালছড়ির ধর্ষণের ঘটনাটি জানাজানি হওয়ার পর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান আইন বহির্ভুত সালিশে ১০ হাজার টাকা জরিমানা করেন। এর মাধ্যমে মূলত ধর্ষক ও তার সহযোগীদের বাঁচানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা চেয়ারম্যানের অপসারণ ও ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

আরও পড়ুন

×