ঘুমের মধ্যে সাপের কামড়ে চির ঘুমে শিশুটি

সাপের কামড়ে মৃত সুমাইয়ার মায়ের আহাজারি
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৪৩ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ | ০৪:৪৯
ঝিনাইদহের শৈলকুপায় সাপের কামড়ে সুমাইয়া খাতুন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার রাত ১টার দিকে উপজেলার পৌর এলাকার সাতগাছী গ্রামে এ ঘটনা ঘটে। শিশু সুমাইয়া ওই গ্রামের সুজাল মন্ডলের মেয়ে। সে সাতগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেনীর ছাত্রী ছিল।
সুমাইয়ার নানা ফজল শেখ জানান, প্রতিদিনের মতো সোমবার রাতে মায়ের সাথেই ঘুমিয়েছিল সুমাইয়া। ঘুমের মধ্যে কোন এক সময় তার হাতে বিষধর সাপে কামড় দেয়। রাত আনুমানিক ১টার দিকে সে অসুস্থ হলে প্রথমে তাকে বাড়ির পাশে এক কবিরাজের কাছে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে সুমাইয়া মারা যায়।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ রহিমী জানান, শিশুটিকে বাড়ি থেকে হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন।