ঢাকা মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫

পাবনায় পৌর আ.লীগের সদস্যকে কুপিয়ে আহত

পাবনায় পৌর আ.লীগের সদস্যকে কুপিয়ে আহত

পাবনা অফিস

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২০ | ২২:২৬ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২০ | ২২:৪৫

পাবনায় পূর্বশত্রুতার জেড়ে সুজানগর পৌর আ.লীগের সদস্য রজব আলী (৪৫) কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। মঙ্গলবার রাত ৯টার দিকে সুজানগর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, পৌর এলাকার সাত্তারের ছেলে রজব আলী প্রতিদিনের মতো বাড়ি থেকে বের হয়ে এলাকার একেনের মোড়ে চায়ের দোকানে বসে ছিল। এ সময় প্রতিপক্ষের ১০-১২ জনের দলবদ্ধ সন্ত্রাসী গ্রুপ পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। আহত রজব আলীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। ঘটনার পরে স্থানীয় ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।

এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি। তবে গুরুতর আহত রজব আলী আহত অবস্থায় ভিডিও বার্তার মাধ্যমে ঘটনার সাথে সম্পৃক্তদের নাম বলেছে বলে জানা যায়। হামলাকারী সন্ত্রাসীরা সুজানগর উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুল ওয়াহাব গ্রুপের সমর্থক বলে স্থানীয সূত্রে জানা গেছে। আর আহত রজব আলী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন গ্রুপের সমর্থক।

এ ঘটনায় পৌর আওয়ামী লীগের সভাপতি ফেরদৌস আলম ফিরোজ নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন। এ ঘটনার সাথে যারা জড়িত তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সুজানগর থানার (ওসি) বদরুদ্দোজা বলেন, স্থানীয় দুই গ্রুপের দ্বন্দ্বে পূর্বশত্রুতার জেড়ে মঙ্গলবার রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে এখনো মামলা হয়নি।ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তদন্ত করে হামলাকারীদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আরও পড়ুন

×