যমুনায় যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৫:২৭
সিরাজগঞ্জের যমুনা নদীতে অজ্ঞাত পরিচয়ের এব অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব মোহনপুর গ্রামের যমুনার ক্যানেল থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান জানান, অর্ধ-গলিত মরদেহটি উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি বলেন. ধারণা করা হচ্ছে- এক সপ্তাহেরও বেশি সময় আগে ওই যবুকের মৃত্যু হয়েছে।