আড়াইহাজারে নিখোঁজের ১১ দিন পর প্রবাসীর স্ত্রী উদ্ধার

প্রতীকী ছবি
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৬:১৫
নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের ১১দিন পর এক প্রবাসীর স্ত্রীকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাতে টাঙ্গাইল এলাকা থেকে পুলিশ তাকে উদ্ধার করে শনিবার আদালতে প্রেরণ করে।
বিষয়টি নিশ্চিত করে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, গত ২৯ সেপ্টেম্বর থেকে উপজেলার ছোট বালাপুর এলাকার প্রবাসী মনির হোসেনের স্ত্রী নিখোঁজ হয়। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী বড় ভাই ভাই মফিজুর রহমান বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। পরে পুলিশ মোবাইলের কললিস্টের সূত্র ধরে টাঙ্গাইল এলাকা থেকে তাকে উদ্ধার করে।
পুলিশের ধারণা- স্বামী বিদেশ থাকায় পরকীয়া প্রেমিকের সাথে সবার অগোচেরে পালিয়ে যেতে পারে ওই নারী। তবে এ ব্যপারে সন্দেহভাজন এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সাপেক্ষে আসল ঘটনার বেরিয়ে আসবে বলে জানান ওসি।
- বিষয় :
- নারায়ণগঞ্জ
- আড়াইহাজার
- প্রবাসীর স্ত্রী
- পরকীয়া