বন্ধুর স্ত্রীকে ধর্ষণের মামলায় যুবক কারাগারে

প্রতীকী ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৭:০৭
নগরের ইপিজেড এলাকায় বন্ধুর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আবদুল মাবুদ (৪৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার আবদুল মাবুদ পতেঙ্গা থানা এলাকার রাজা মিয়ার নতুন বাড়ি এলাকার মৃত রাজা মিয়ার ছেলে। শনিবার তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।
পুলিশ জানায়, বন্ধুত্বের সুবাদে ওই গৃহবধূর ঘরে আসা-যাওয়া ছিল আবদুল মাবুদের। এক সময় সে তার বন্ধুর স্ত্রীকে নানা প্রলোভন দেখায়। কিন্তু তার বন্ধুর স্ত্রী কোন প্রলোভনে রাজি হননি। পরে ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে ইপিজেডের ব্যাংক কলোনী এলাকার ওই বাসায় বন্ধুর অনুপস্থিতির সুযোগে তার স্ত্রীকে ধর্ষণ করে আবদুল মাবুদ। এ ঘটনায় আবদুল মাবুদের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করেন ওই গৃহবধু।
ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া বলেন, ‘মামলার ভিত্তিতে ধর্ষণের অভিযোগে আবদুল মাবুদ নামে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।’