ঢাকা রবিবার, ২০ এপ্রিল ২০২৫

আশুগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

আশুগঞ্জে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক ১

প্রতীকী ছবি

আশুগঞ্জ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৮:২৫

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে মো. দেলোয়ার হোসেন (২০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত দেলোয়ার উপজেলার আড়াইসিধা ইউনিয়নের পাচঁভিটা গ্রামের রুপা মেম্বারের বাড়ির মো. মলাই মিয়ার ছেলে।

ভিকটিম কিশোরী অভিযুক্তের চাচাত বোনের মেয়ে। সে তার মায়ের সাথে অভিযুক্তের পাশের বাড়ি তার নানা বাড়িতে থাকতো। কিশোরীর মায়ের অভিযোগ, শুক্রবার রাতে ওই কিশোরীকে পাচঁভিটা গ্রামে তার এক আত্মীয়ের বাড়ির পাশে দেলোয়ার ধর্ষন করে। ভিকটিম কিশোরীকে উদ্ধার ও প্রাথমিক পরীক্ষা শেষে জেলাসদর  হাসপাতালে প্রেরণ করেছে এবং ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত প্রক্রিয়া নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

ভিকটিম কিশোরীর মা জানায়, তিনি গত শুক্রবার রাত ৮টার দিকে ওই কিশোরীকে দিয়ে তার চাচাত ভাইয়ের বাড়িতে তরকারি দিয়ে পাঠায়। কিন্ত বেশ কিছুক্ষণ পরেও ওই কিশোরী ঘরে ফিরে না আসায় তিনি টর্চলাইট নিয়ে খুঁজতে বের হন। এ সময় তিনি চাচাত ভাইয়ের বাড়ির পিছনে কলাগাছের কাছে তার প্রতিবন্ধী মেয়ের আওয়াজ শুনতে পান। তিনি টর্চের আলো জ্বালালে অভিযুক্ত দেলোয়ার দৌড়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসা হলে মেয়ে তাকে জানায়, তরকারি দিয়ে ঘরে ফেরার পথে অভিযুক্ত দেলোয়ার তাকে নির্জন জায়গায় নিয়ে ধর্ষণ করে। খবর পেয়ে পুলিশ মেয়েটিকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা শেষে জেলাসদর হাসপাতালে প্রেরণ করে। 

এদিকে শনিবার সকালে অভিযান চালিয়ে অভিযুক্ত দেলোয়ারকে তার নিজ বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পুলিশ জানায়, অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. তামান্না হক বলেন, ভিকটিমের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আশুগঞ্জ থানার ওসি মো. জাবেদ মাহমুদ বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন ও ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

×