চাঁদপুর পৌর নির্বাচনে আ. লীগ প্রার্থী জয়ী

চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ০৯:৪২
চাঁদপুর পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী অ্যাড. জিল্লুর রহমান জুয়েল। তিনি নৌকা প্রতীকে পেয়েছেন ৩৪ হাজার ৮২৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আক্তার হোসেন মাঝি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৬১৩ ভোট। ইসলামী আন্দোলনের প্রার্থী হাতপাখা প্রতীকে পেয়েছেন ১ হাজার ২৩৩ ভোট।
শনিবার রাতে কেন্দ্রওয়ারী ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. তোফায়েল আহমেদ।
এছাড়া কাউন্সিলর পদে ১৪টি ওয়ার্ডেই আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন। শুধু একটি ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী হয়েছেন।
চাঁদপুর পৌর নির্বাচনে প্রথমবারের মতো ইভিএম এবং দলীয় প্রতীকে ভোট শুরু হয় সকাল ৯টায়। বিচ্ছিন্ন কয়েকটি ঘটনার মধ্য দিয়ে ১৫টি ওয়ার্ডের ৫২টি কেন্দ্রে ভোটগ্রহণ হয় বিকেল ৫টা পর্যন্ত। নির্বাচনে আইশৃঙ্খলা রক্ষায় প্রতিটি ভোটকেন্দ্রের সামনে র্যাব, বিজেবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা উপস্থিত থাকায় পরিবেশ ছিল অনেকটাই শান্তিপূর্ণ। বিভিন্ন কেন্দ্রে পুরুষের তুলনায় নারী ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।
চাঁদপুর পৌরসভা নির্বাচনে মোট ভোটার ১ লাখ ১৬ হাজার ৪৮৭ জন। নির্বাচনে ৩ জন মেয়র, ৫০ জন সাধারণ কাউন্সিলর ও ১৪ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করেন।
- বিষয় :
- চাঁদপুর
- পৌরসভা নির্বাচন