রাজশাহীতে তিন ভাইবোনকে পিটিয়ে জখম

রাজশাহী ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২০ | ১২:২০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজশাহীতে তিন ভাইবোনকে পিটিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গত বৃহস্পতিবার বিকেলে নগরীর মেডিপ্যাথ ডায়াগনস্টিক সেন্টারের সামনে তাদের পিটিয়ে জখম করা হয়। পরে আহত দু'জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় বাদী হয়ে এক ভুক্তভোগী থানায় মামলা করেছেন।
মারধরের শিকার ভুক্তভোগীরা হলেন- সিরোইল কলোনির মৃত আইউব আলীর তিন সন্তান ইদ্রিস আলী, তৈয়ব আলী ও আয়েশা আক্তার। মারধরের শিকার ইদ্রিস আলী নগরীর কাজীহাটা এলাকার মো. জজের নাম উল্লেখসহ ১৫-২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে নগরীর রাজপাড়া থানায় মামলা করেছেন।
অভিযোগকারী ইদ্রিস বলেন, ওইদিন বিকেলে বোন আয়েশাকে ডাক্তার দেখাতে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তারা। বাইরে তিনি মোটরসাইকেল রেখে যান। ডাক্তার দেখানো শেষে তিনি মোটরসাইকেল নিয়ে ফেরার পথে তুচ্ছ ঘটনায় মো. জজের সঙ্গে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জজ ও তার দলবল তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার ভাই ও বোন গুরুতর আহত হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গড়িমসি করে। বিষয়টি স্থানীয় ছাত্রলীগের নেতাকর্মীদের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন ইদ্রিস আলী। রাজপাড়া থানার ওসি শাহাদাত হোসেন খান বলেন, মামলা হয়েছে। পুলিশ বিষয়টি দেখছে।