মিতু হত্যা মামলা: অস্ত্র সরবরাহকারী ভোলা গ্রেপ্তার
এহতেশামুল হক ভোলা -সমকাল
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২০ | ০৮:০৫ | আপডেট: ১৫ অক্টোবর ২০২০ | ১২:০১
আপন মামা এমদাদুল আলমকে হত্যার হুমকি ও চাঁদাবাজির মামলায় দেড় ডজন মামলার আসামি এহতেশামুল হক ভোলাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু খানম হত্যায় ব্যবহৃত অস্ত্র সরবরাহকারী এবং ওই হত্যা মামলারও আসামি।
বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম আদালতে ভোলাকে তোলা হলে এ আদেশ দেন বিচারক। এর আগে ওই দিন দুপুরে নগরীর বাকলিয়া থানার রাজাখালী ৫ নম্বর সেতু এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মইন উদ্দিন জানিয়েছেন, ব্যবসায়ী এমদাদুল আলমকে হত্যার হুমকি ও চাঁদাবাজির মামলায় ভোলাকে গ্রেপ্তার করা হয়েছে। রাজাখালীর ওই ব্যবসায়ীর কাছে ৫০ লাখ টাকা দাবি করেছেন ভোলা।
২০১৬ সালের ২৭ জুন নগরীর বাকলিয়া এলাকায় অভিযান চালিয়ে মিতু হত্যায় ব্যবহৃত অস্ত্র-গুলিসহ ভোলা ও তার সহযোগী মনিরকে গ্রেপ্তার করে পুলিশ। তখন থেকে তিনি দীর্ঘদিন কারাগারে ছিলেন। ২০১৯ সালের ২৯ ডিসেম্বর জামিনে মুক্তি পান ভোলা।