জমি খুঁড়তেই বেরিয়ে এলো বিশ্বযুদ্ধের বিমান

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২০ | ০৫:৪৫ | আপডেট: ১৭ অক্টোবর ২০২০ | ০৬:৩৭
লালমনিরহাটের সদর উপজেলায় জমি খোঁড়ার সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভূপাতিত একটি যুদ্ধবিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। এ ঘটনায় শনিবার সকাল থেকে জেলা প্রশাসনের সমন্বয়ে উদ্ধার কার্যক্রম শুরু করে বিমানবাহিনী লালমনিরহাট ইউনিটের সদস্যরা।
এর আগে শুক্রবার সন্ধ্যায় লালমনিরহাট বিমান ঘাঁটি সংলগ্ন সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদাহ গ্রামের কৃষক রেজাউল করিমের জমি খননের সময় বিমানটির সন্ধান মেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় মাটি কাটার সময়ে শ্রমিকরা বিমানের ধ্বাংসাবশেষ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে ওই রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খনন কাজ বন্ধ রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করেন। পরে জেলা প্রশাসনের সমন্বয়ে বিমানবাহিনী লালমনিরহাট ইউনিট এর ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদুল হাসান মাসুদের নেতৃত্বে শনিবার সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়। এসময় মাটির নীচ থেকে বিমানের সাইলেন্সার, ল্যান্ডিং গিয়ার, মুল ইঞ্জিন, ফুয়েল বানিং একজোস্টর, প্রোপেলারসহ বিভিন্ন অংশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়। সকাল থেকেই ওই এলাকায় কৌতুহলী মানুষের ভিড় দেখা যায়।
জমির মালিক রেজাউল করিম জানান, শুক্রবার বিকালের দিকে মাটি কাটতে গিয়ে শ্রমিকরা মরিচাপড়া লোহা সাদৃশ্য বস্তু দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়।
ওই গ্রামের কয়েকজন বয়স্ক জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ওই এলাকায় একটি যুদ্ধবিমান ভূপাতিত হয়। যার সন্ধান মিললো এখন।
বিমান বাহিনীর লালমনিরহাট ইউনিটের ফ্লাইট লেফটেনেন্ট মাহমুদুল হাসান মাসুদ শনিবার বিকালে সমকালকে জানান, উদ্ধার কাজ এখনও চলছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।